বিনোদন প্রতিবেদক, সুখবর ডটকম: আগামীকাল ২৫ ডিসেম্বর (রবিবার), সন্ধ্যা ৭টায় দেশের আলোচিত নাট্যদল বাতিঘরের জনপ্রিয় নাটক ”ঊর্ণাজাল” এর ৩১তম প্রদর্শনী হতে যাচ্ছে রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। বাতিঘর নাট্যদলের ৩য় প্রযোজনা ‘ঊর্ণাজাল” এর রচনা ও নির্দেশনায় রয়েছেন বাকার বকুল।
নাটকটির গল্পে দেখা যায়, বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে।
অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে নেয় কে বা কারা। সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়েছে ঊর্ণাজাল এর কাহিনী।
নাটকটিতে অভিনয় করছেন মুক্তনীল, সাদ্দাম রহমান, সঞ্জয় গোস্বামী, সুইটি সরকার, খালিদ হাসান রুমি, মনিরুজ্জামান ফিরোজ, শিশির সরকার, সঞ্জয় হালদার, স্বরণ বিশ্বাস, তারানা তাবাসসুন চেরী, ফয়সাল আহম্মেদ, রাজু আহম্মেদ, মৃধা অয়োমী, রাজা, শৈবাল, ইয়াসিরসহ বাতিঘরের নাট্যকর্মীরা।
সময়ের আলোচিত এবং সাহসী প্রযোজনা ‘ঊর্ণাজাল’ নাটক দেখার টানে বার বার নাট্যপ্রেমীদের সমাগম ঘটেছিল বিগত কয়েকটি মঞ্চায়নে। সার্বিক তথ্যের জন্য – বাতিঘর এর ফেইসবুক গ্রুপ: www.facebook.com/groups/batighartheatreaudience বাতিঘর এর ফেইসবুক পেইজ: www.facebook.com/batighartheatre
দেশের তরুণদীপ্ত ও সম্ভাবনাময় নাটকের দল ‘বাতিঘর’ এর আগেও মাংকি ট্রায়াল, হিমুর কল্পিত ডায়েরীসহ বেশ কিছু মঞ্চনাটক দর্শকদের উপহার দিয়েছে।
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হলো ‘থিম সং’