নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে শোভাযাত্রাটি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়।
এর আগে ক্ষমতাসীন দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান ও মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
এদিকে শোভাযাত্রায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগদান করেছেন। লাল-সবুজ পোশাক পরে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও এর আশপাশে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। ঢাকঢোল পিটিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের অগ্রসর হতে দেখা যায়।
এম/ আইকেজে/
আরো পড়ুন:
এবারও বিএনপিকে সম্মেলনে দাওয়াত দেবে আওয়ামী লীগ- জাহাঙ্গীর কবির নানক