নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এক সভা আজ সোমবার সন্ধ্যা ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
শনিবার দলটির ২২তম সম্মেলনের কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। জানা গেছে, আজকের বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হবে। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে টানা দশম বার সভাপতি এবং ওবায়দুল কাদেরকে তৃতীয় বার সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের মধ্যে ৪৮ জনের নাম জানিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এখনো ৩৩ পদ শূন্য রয়েছে। পদাধিকার বলে সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও প্রেসিডিয়াম সদস্য। গঠনতন্ত্র অনুযায়ী, ৮১ সদস্যবিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়ামে ১৭ সদস্য (সভাপতি-সাধারণ সম্পাদক বাদে) থাকার কথা। যার মধ্যে শনিবার ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে।
প্রেসিডিয়াম সদস্যরা হলেন—বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য্য, মো. আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি। এবার দলের গুরুত্বপূর্ণ ফোরাম প্রেসিডিয়াম থেকে বাদ পড়েন— নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন ও আব্দুল মান্নান খান। তাদের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। একই সঙ্গে প্রেসিডিয়ামে নতুন মুখ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। সম্পাদকমণ্ডলীতে বাদ পড়েছেন বিদায়ি কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। এর মধ্যে হারুনুর রশীদ ও হাবিবুর রহমান সিরাজ উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন। তবে বিদায়ি সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিককে দলের কোনো পদে রাখা হয়নি। আগের কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে বিদায়ি কমিটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামকে।
এম/
আরো পড়ুন:
বৃহস্পতিবার থেকে যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল