বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: প্রথম চাকরি সবার জীবনে একটা আলাদা স্মৃতি হয়ে থাকে। অমিতাভের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বুধবার নিজের ব্লগে এক অনুরাগীর একটি পুরনো টুইট ভাগ করে নেন অমিতাভ। শুধুই চাকরির শেষ দিন নয়, ওই টুইট থেকে মেগাস্টারের প্রথম পাওয়া বেতনের পরিসংখ্যানও জানা যাচ্ছে।
অমিতাভ বচ্চনের জীবনে ৩০ নভেম্বর দিনটার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তার সঙ্গে যোগ রয়েছে কলকাতার তথা বাংলার। ১৯৬৮ সালে এই দিনেই কলকাতায় তাঁর চাকরি জীবনের ইতি টেনেছিলেন হরিবংশ রাই বচ্চনের পুত্রটি।
বচ্চনের টুইট বলছে, ‘‘কলকাতায় ব্ল্যাকার্স কোম্পানিতে অমিতাভ বচ্চনের কর্মজীবনের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ১৯৬৮। বেতন ১,৬৪০ টাকা। এখনও সেই ফাইল সংরক্ষণ করা আছে।’’ প্রসঙ্গত, টুইটটি ২০১৫ সালের।
তিনি লেখেন, ‘তখন দশ ফুট চওড়া ঘরে আমরা ৮ জন একসঙ্গে থাকতাম। সেসব দিন ছিল বটে। অফিসের পর বন্ধুদের সঙ্গে জনপ্রিয় রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকতাম। আর ভাবতাম কোনো দিন হয়তো ভেতরে প্রবেশের জন্য টাকা উপার্জন করেত পারব।’
দারোয়ানকে অনুরোধ করে কখনও কখনও ভেতরে ঢোকার চেষ্টা করতেন অমিতাভ ও তার বন্ধুরা।
সূত্র: আনন্দবাজার
এসি/ আইকেজে
আরো পড়ুন:
যে কারণে নিন্দুকদের ওপর চটেছেন মিমি চক্রবর্তী