স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: ব্যাট হাতে বাংলাদেশের প্রত্যাশা পূরণ করলেন আফিয়া প্রত্যাশা। তার অনবদ্য ফিফটির পর ঝোড়ো ব্যাটিংয়ে ইনিংসের দ্বিতীয় অর্ধশতক হাঁকালেন স্বর্ণা। বাকি ব্যাটাররাও ধরে রাখলেন মোমেন্টাম। আর তাতে লঙ্কানদের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াবধের পর গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা। লঙ্কানদের হারালেই সুপার সিক্সটিনে নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজের দলের।
সোমবার (১৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলে বাংলার মেয়েরা।
আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহার অনবদ্য ৭৫ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশ। ইনিংসের ১১ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থাকে তাদের জুটি।
ব্যাট হাতে দারুণ শুরুর পর ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন প্রত্যাশা। বিশ্বকাপের মঞ্চে অর্ধশতকের মাইলস্টোন পূর্ণ করার পর ব্যাট হাতে আরও চড়াও হতে চেয়েছিলেন আফিয়া প্রত্যাশা। তবে লঙ্কান বোলার নেথারঞ্জলির বলে বোল্ড হওয়ার আগে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৫৩ রান করেন এ ওপেনার।
১২ তম ওভারের প্রথম বলে প্রত্যাশা সাজঘরে ফেরার পর তৃতীয় বলে রানআউটের শিকার মিষ্টি সাহা। ২৪ বলে ১৪ রান করেন সাহা। এক ওভারে জোড়া উইকেট পতনের পরও রানের চাকা থেমে থাকেনি বাংলার মেয়েদের।
দিলারা ও স্বর্ণার জুটিতে আর কোনো উইকেট না হারিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ২৭ বলে ৩৬ রানের কার্যকর ইনিংস খেলেছেন দিলারা। তবে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন স্বর্ণা।
৩ চার ও ২ ছক্কায় মাত্র ২৮ বলে ঝোড়ো ফিফটি করেন এ ব্যাটার। শ্রীলঙ্কাকে জিততে হলে করতে হবে ১৬৬ রান।
এম/
আরো পড়ুন:
স্প্যানিশ সুপার কাপে রিয়ালকে ৩: ১ গোলে বিধ্বস্ত করে বার্সার শিরোপা জয়