spot_img
29 C
Dhaka

৩১শে মার্চ, ২০২৩ইং, ১৭ই চৈত্র, ১৪২৯বাংলা

অক্টোবরে আরও নতুন ৩ রুটে চলবে নগর পরিবহনের বাস  

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক, সুখবর বাংলা: ঢাকা নগর পরিবহনের আওতায় তিনটি নতুন রুটে বাস সার্ভিস চালু হচ্ছে আগামী অক্টোবরে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘বাস রুট র‌্যাশনালাইজেশন কমিটি’র ২৪তম সভা শেষে সাংবাদিকদের একথা জানান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ‘চিরুনি অভিযান’ পরিচালনার কথাও জানান তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, “আমাদের বাস রুট র‌্যাশনালাইজেশনের আওতায় নতুন বাস দিয়ে ২২ এবং ২৬ নম্বর রুটে নতুন যাত্রাপথ আগামী ১৩ অক্টোবর চালু হবে। একই সময়ে ২৩ নম্বর রুটে আরও একটি যাত্রাপথ চালু হওয়ার কথা থাকলেও, কাজ বাকি থাকায় সেটি প্রস্তুত করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।”

নতুন রুটে সব নতুন বাস নামানো হবে জানিয়ে তিনি বলেন, ২১ নম্বর রুটেও নতুন নতুন বাস নামানো হবে।

নতুন তিন যাত্রাপথ

২২ নম্বর রুট- (ঘাটারচর- ওয়াশপুর- বসিলা- মোহাম্মদপুর টাউন হল- আসাদ গেট- ফার্মগেট- কারওয়ান বাজার- শাহবাগ- কাকরাইল- ফকিরাপুল- মতিঝিল- টিকাটুলি- সায়েদাবাদ- যাত্রাবাড়ী- কোনাপাড়া- ডেমরা স্টাফ কোয়ার্টার)

২৩ নম্বর রুট- (ঘাটারচর- ওয়াশপুর- বসিলা- মোহাম্মদপুর- জাপান গার্ডেন সিটি- শ্যামলী- কলেজ গেট- আসাদগেট- কলাবাগান- সায়েন্সল্যাব- শাহবাগ- মৎস্য ভবন- প্রেসক্লাব- গুলিস্তান (জিরো পয়েন্ট)- দৈনিক বাংলা- রাজারবাগ- কমলাপুর- ধলপুর- যাত্রাবাড়ী- শনির আখড়া- রায়েরবাগ- মাতুয়াইল- সাইনবোর্ড- চিটাগাং রোড)

২৬ নম্বর রুট– (ঘাটারচর- ওয়াশপুর- বসিলা- মোহাম্মদপুর- টাউন হল- আসাদ গেট- কলাবাগান- সায়েন্স ল্যাব- নিউ মার্কেট- আজিমপুর- পলাশী- চাঁনখারপুল ফ্লাইওভার হয়ে পোস্তগোলা- কদমতলী)

এই তিনটি যাত্রাপথে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন সম্পন্ন হয়েছে জানিয়ে মেয়র তাপস বলেন, “দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় মাত্র ৩টি যাত্রী ছাউনি নির্মাণ সম্পন্ন হয়নি। এমআরটির কারণে শাহবাগ মোড়ের কাছে দুটি, সচিবালয়ের কাছে একটি। সামান্য একটু সময় লাগবে।”

তিনি জানান, গত বছরের ডিসেম্বরে ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরুর পর এই পর্যন্ত ২৪ লক্ষাধিক ঢাকাবাসীকে সেবা দেওয়া হয়েছে।

“এতে ঢাকা নগর পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট বিআরটিসি এবং বিভিন্ন মালিকরা প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা আয় করতে পেরেছে। এর মাধ্যমে এটি প্রমাণিত যে, আমরা সঠিক পথে এগুচ্ছি। যদিও এখনও অনেক প্রতিকূলতা, প্রতিবন্ধকতা এবং সমস্যা রয়েছে। আমরা ধাপে ধাপে সেগুলো সমাধান করে এগিয়ে চলছি।”

সভায় থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “ঢাকা শহরে গণপরিবহন সেবায় দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা রয়েছে। এই শহরে নগর পরিবহন চালু করাটা সত্যিই অনেক চ্যালেঞ্জিং একটি কাজ। আমরা দুই মেয়র আন্তরিকতার সাথে চেষ্টা করছি নগর পরিবহনটির সফল বাস্তবায়নের জন্য।

“পাইলট হিসেবে একটি রুট চালু করে ইতোমধ্যে আমরা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেছি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন রুটে আমরা কার্যক্রম শুরু করছি। মানসম্মত সেবার কারনে নগর পরিবহন প্রথম রুটে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছে।”

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, গণপরিবহন বিশেষজ্ঞ এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

মেট্রোরেলের ভাড়া নির্ধারণ, সর্বনিম্ন ২০ টাকা

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ